নিজস্ব সংবাদদাতা: আমার উপর আস্থা আছে বিসিসিআইয়ের। একথা বললেন সদ্য নির্বাচিত বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গলি। কলকাতায় তিনি পা রাখতেই চতুর্দিকে মানুষের ঢল। আর সিএবি-তে তিনি আসতেই পুষ্পবৃষ্টি। একটা সময় তো এমন হল যে, গাড়িতে বসে বসেই মানুষজনকে রাস্তা ফাঁকা করতে বলতে হল কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই উচ্ছ্বাস যে খুবই স্বাভাবিক। প্রথম কোনও বাঙালি শাসন করবে ভারতীয় ক্রিকেট। হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হতে প্রথমেই তিনি বলে উঠলেন, ‘খুব ভালো লাগছে। নতুন দায়িত্ব। অনেক বড় দায়িত্ব।’ সঙ্গে যোগ করলেন, ‘দলের কঠিন সময়ে অধিনায়ক হই। বিসিসিআইয়ের কঠিন সময়ে দায়িত্বে।’ তারপরই ইতিউতি তাঁর কাছে প্রশ্ন আসতে শুরু করে, ‘ভারতীয় দলের কোনও পরিবর্তন হবে?’ সেই প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিয়ে দাদা বলে উঠলেন, ‘ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল। ৭টা টুর্নামেন্টে ভারত ব্যর্থ হয়েছে। অথচ দেশে ট্যালেন্টের অভাব নেই।’
আলিপুরদুয়ার, আসাম, উত্তর দিনাজপুর, উত্তর পূর্ব, উত্তরবঙ্গ, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দেশ, বিদেশ, মালদা, রাজ্য, শিলিগুড়ি, সিকিম