আমার আমি

জানে শুধু এ শহর আর আমার ব্যর্থতা
আজও আমি বহন করি মেকি সুখের নিঃস্বতা।

বিষাদের আল্পনায় আর ভ্রান্ত জল্পনায় ছেয়ে গেছে হৃদয়পুর,
মনপাড়ার কার্ণিসে ভাসে তেতো ওষুধের মতো তিক্ত সূর।

বাসি বিছানায় লেপ্টে থাকা সেই দুর্বোধ্য রাতের কাহিনী,
না চাইতেও ভেসে ওঠে, মৃত জোনাকির অবয়বখানি।

নিঃশব্দে জমতে থাকা চিঠির বোঝা আজ বড্ড ভারী,
স্মৃতির অতলে তোমার দীর্ঘশ্বাসে দেখো আজো ডুবে মরি।

অন্ধ মোহে তুমি দেখোনি সেদিন ঠোঁটের কুন্ঠাহীন অস্থিরতা,
জোনাকির গানে মুগ্ধ তুমিও লক্ষ্য করোনি আমার মৌনতা।

আজ মেঘের গায়ে মেঘ জমেছে নীরবতায় বাড়ছে বিষন্নতা,
ভালোবাসা মরেনি তবুও, তুমি আজও আমার অন্দরের কবিতা।

ঘাসফুলের মতো তারাদের ভিড়ে হারিয়ে গেছি আমিও,
দৃষ্টির অগোচরে বিষন্ন অপেক্ষারা অপেক্ষারত আজও।

থমকে গেছে জীবন খানিক অবহেলার দীর্ঘশ্বাসে,
তুমিও আছো আমিও আছি বিষন্নতা, সূর আর বিচ্ছেদে মিলেমিশে।