বহাল রইল রাজ কেন্দ্রের দ্বন্ধ। আইএএস ক্যাডার রুল সংশোধনে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তার চরম বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৩ জানুয়ারি এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন তিনি। আজ আবার এই ইস্যুতে তাঁর চিঠি গেল মোদীর কাছে। যে উদ্যোগ কেন্দ্র নিয়েছে সেটি হলে আমলাদের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রের হাতে। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবার এই চিঠি দিয়ে মমতা কেন্দ্রকে মনে করিয়েছেন যে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। তিনি উল্লেখ করেছেন, রাজ্য সরকারের মেরুদণ্ড আইএএস আধিকারিকরা। তাই এই নিয়ম কার্যকর হলে তাদের মধ্যে ভয় তৈরি হবে। মমতার কথায়, তারা যে রাজ্যে কাজ করেন সেই সরকারের কোনও মত ছাড়াই যদি কাউকে একটি রাজ্য থেকে দেশের অন্য কোনও জায়গায় পাঠানোর নিয়ম চালু হয়, তাহলে অফিসারদের মধ্যে একটি ভীতি সৃষ্টি হবে যা একেবারে অবাঞ্ছিত ব্যাপার। আসলে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব রাখছে তাতে সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, আর এটাতেই আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
এর আগের চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে। দীর্ঘ দিন ধরে এই অফিসারদের পোস্টিং নিয়ে যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, তা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি এই নয়া নিয়ম কার্যকর হয়। তাঁর কথায়, এই বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবেই নেয়। তাই সেই প্রেক্ষিতে রাজ্যের ক্ষমতা আরও বাড়ানো উচিত বলেও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিশেষজ্ঞদের এও মতামত যে, কেন্দ্র ডেপুটেশনে নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখলে সার্ভিস রুলের ৬(১) ধারা অনুযায়ী রাজ্যের কিছু করার নেই।