আমরা সরকারের পাশে আছি, ভারত জিতবে, চীন হারবেঃ মমতা ব্যানার্জী

‘চীন গণতান্ত্রিক দেশ না, ওঁরা স্বৈরাচারী, ওঁরা সেটাই করে যেটা ওঁদের ইচ্ছে হয়। আর আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ভারত জিতবে, চীন হারবে। একতার সাথে বলুন, একতার সাথে চিন্তা করুন, একতার সাথে কাজ করুন।” আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ডাকা সর্বদলীয় বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার। উনি আজ পরিস্কার জানিয়ে দেন যে, তিনি সরকারের পাশে আছেন।

সুত্র অনুযায়ী, সরবদলি বৈঠকে তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘সর্বদলীয় বৈঠক দেশের জন্য একটি ভালো বার্তা। এটা দেখায় যে আমরা আমাদের দেশ আর জওয়ানদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস এই দুঃসময়ে সম্পূর্ণ ভাবে সরকারের পাশে আছে।”

আরেকদিকে, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী আজ এই প্রসঙ্গে বলেন, এই সর্বদলীয় বৈঠক অনেক দেরি করে ডাকা হয়েছে, সরকারের উচিৎ ছিল আরও আগে ডাকা। কংগ্রেসের এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আছে, আমাদের অন্ধকারে রেখেছে সরকার। উনি সরকারের কাছে প্রশ্ন করে বলেন, চীন কীভাবে অনুপ্রবেশ করেছিল? সরকার কখন চীনের এই কাজের কথা জানতে পারে? সরকারের কাছে কি স্যটেলাইট ইমেজ নেই? সরকারের কাছে কি চীনের গতিবিধি নিয়ে কোন গোয়েন্দা তথ্য ছিল না?