আমরাও হাতে চুড়ি পড়ে নেই

ধর্মীয় জলসায় এসে জ্বালামুখী বক্তব্য দিলেন আব্বাস সিদ্দিকী। মালদায় এক ধর্মীয় সভায় যোগ দিয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন এই ধর্মীয়নেতা। আব্বাস সিদ্দিকি জানিয়েছেন আসন্ন বিধানসভায় চল্লিশেরও বেশি আসনকে টার্গেট করে এগোচ্ছে তাঁদের নতুন রাজনৈতিক পার্টি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। তিনি জানান বিজেপি দশটা মারলে আমরা কুড়িটা মারবো। মালদার বামনগ্রামে ধর্মীয় সভায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকীর।


জানা গেছে , মঙ্গলবার এক ধর্মীয় জলশায় যোগ দেন তিনি।এরপর প্রকাশ্যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমি বলেছিলাম ৪৪ টা আসন আমাকে দেন আড়াইশো টা আপনি নেন।কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে।গায়ের জোর দেখাচ্ছে।মিথ্যে মামলা দিচ্ছে।শুধু অত্যাচার জুলুম করছে আর বলছে বিজেপি চলে আসবে।ওদিকে বিজেপি তরোয়াল নিয়ে বেরাচ্ছে আর বলছে মারব কাটবো। উনি দরজা খুলে বলছে চলে এসো চলে এসো। যেই হুড়মুড় করে ঢুকেছি সেই তালা মেরে দিয়েছে। আর বেরোনোর কথা বললেই বলছে বিজিপি আছে।এক বছর দু বছর তিন বছর গেল ওই ভাবে ফেলে রেখে দিচ্ছে।আসলে বিজেপির জুজু দেখিয়ে হাজার হাজার মুসলিম ছেলেকে জেলে ভরে মারছে এরা। বিজেপি যদি মারে এক চান্সে মারবে।ওরা যদি দশটা মারে আমরাও হাতে চুড়ি পড়ে নেই বিশটা মারবো। আমি বলছি আমরা লড়লে যদি কারো ক্ষতি হয় তারা একসাথে লড়বো।