ঘূর্ণিঝড় “আমফান”-এর জেরে রীতিমতো বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগেই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ই তিনি ঘোষণা করেন, কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এক হাজার কোটি টাকা ত্রাণ সাহায্য দেওয়া হবে। সেই ঘোষণা মতোই এবার রাজ্যকে ওই অর্থসাহায্য পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য খুব তাড়াতাড়ি একটি দল রাজ্যে পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবারই মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার সভাপতিত্বে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি বা জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকাশপথে সমীক্ষা শেষে ত্রাণের জন্যে যে এক হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, সেই প্রতিশ্রুতি মতোই সেই টাকা রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। ওদিকে ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের জন্য শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল রাজ্যে পাঠানো হবে। “আমফান”-এ ক্ষতিগ্রস্থ পশ্চিমবঙ্গের মধ্যে সমন্বয় ফেরাতে এবং পরিস্থিতি পুনরুদ্ধারের চেষ্টায় এই নিয়ে পঞ্চমবার বৈঠক করলো জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি।