আমজনতার জন্য ডেলিভারি পরিকল্পনা বিশ্বের প্রথম করোনা টিকার

চলে এল মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি রাশিয়ার করোনাভাইরাস টিকা ‘স্পুটনিক ৫’। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে শীঘ্রই আমজনতার জন্য এই টিকার আঞ্চলিক ডেলিভারি শুরুর পরিকল্পনা করা হচ্ছে।

গত ১১ অগস্ট প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ নথিভুক্ত করে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন পাওয়ার ফলে রাশিয়ার বড় সংখ্যক মানুষের শরীরে সেই টিকা প্রয়োগ করা হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ সদস্যদের টিকা দেওয়া হবে।

একটি বিবৃতিতে জারি করে মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘নয়া করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি গাম-কোভিড টিকার (স্পুটনিক ৫) প্রথম ভাগ পরীক্ষাগারের প্রয়োজনীয় গুণমান সংক্রান্ত পরীক্ষা উতরে গিয়েছে এবং মানুষের জন্য ছাড়া হয়েছে।’