পৌষ মাসের শেষে আবারও জাঁকিয়ে পড়েছে শীত। উত্তুরে হাওয়া প্রবেশ করবে রাজ্যে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। আগামী ৩ দিনে রাজ্যের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর নিজেরে সাদা চাদরে মুড়ে রেখেছে।