আবার মালদহ শহরে করোনায় সংক্রামিত আরও ১ জনের হদিশ পাওয়া গেল। তিনি ইংলিশবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে এবং তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী বলে জানা গিয়েছে।
শুক্রবার ১২ই জুন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল থেকে এ রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে মালদহ জেলায় এদিন নতুন করে ১১ জনের রিপোর্ট পজিটিভ ।চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুরে দুজন, চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে দুজন ও ক্ষেমপুরে একজন, হবিবপুর ব্লকের ঋষিপুরে পাঁচজন এবং ইংলিশবাজার পৌরসভার ১ জন রয়েছেন। মালদহ জেলায় এদিন পর্যন্ত মোট ২৬১জন করোনা সংক্রামিত। অবশ্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল থেকে এ রিপোর্টএ ১৩ জন দেখানো হয়েছে তারমধ্যে ১ জন উত্তর দিনাজপুরের এবং ১ জন দক্ষিন দিনাজপুরের।
ইংরেজবাজার শহরে প্রথম যে মহিলার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল তিনিও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সারি ওয়ার্ডের নার্সিং স্টাফ। যদিও গতকাল তাঁর লালার রিপিট টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় খানিকটা স্বস্তি ফিরেছে। কিন্তু ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের এক কর্মী আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর প্রশাসনিক কর্তারা।
অন্যদিকে, পুরাতন মালদার কোভিড হাসপাতাল থেকে গতকাল শুক্রবার ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ইংরেজবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় করোনা সংক্রামণের খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় দোকান পাট কার্যত শুনশান হয়ে যায় এলাকা। তার রিপোর্ট পজেটিভ আসতেই তড়িঘড়ি তার বাড়ির লোকজন মালদা মেডিক্যাল কলেজে ছুটে যান পরীক্ষা করানোর জন্য।