আবারও ধর্ষণ যোগীরাজ্য

লখনউ: লখনউ থেকে মহারাষ্ট্রের নাগপুর ধর্ষণের অভিযোগ জানালেন ২২ বছর বয়সি এক নেপালি তরুণী। রীতিমতো পালিয়ে নাগপুর আসেন তিনি। প্রাথমিক ভাবে এফআইআর দায়ের করেন তিনি।

মহিলার দেওয়া তথ্য অনুযায়ী, মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। তোলা হয় অশ্লীল ছবিও। থানায় গেলেই সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়। প্রাণ ভয়ে রাতারাতি এই তরুণী পালিয়ে আসেন নাগপুর। সেখানেই কোরাডি পুলিশ স্টেশনে প্রাথমিক এফআইআর দায়ের হয়। রবিবার রাতেই নাগপুর পুলিশের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে।