আবারও শুরু হলো জল্পনা। রাজ্যপাল জগদীপ ধনখড় নয়াদিল্লি সফর সেরে ফিরতেই ডাক পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবারও দিল্লিতে ডেকে পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। কিছুদিন আগেই দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাঁকে তলব করেছেন। মঙ্গলবার নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু। মাত্র ১০ দিনের মধ্যে রাজ্য বিজেপির এই নেতাকে দ্বিতীয়বার দিল্লিতে তলব জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, চার দিনের দিল্লি সফর শেষে শনিবার কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপর রবিবার বিকালে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আর সোমবারই রাতে যেতে হচ্ছে দিল্লিতে। সব মিলিয়ে আরও জল্পনা শুরু হয়েছে। আবার রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। নড্ডার সঙ্গে সেই বিষয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।