শিক্ষক নিয়োগে ফের ধাক্কা খেল রাজ্যসরকার। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। জানা গেছে আদালত এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উচ্চ প্রাথমিক পরীক্ষার প্যানেল এবং মেরিট লিস্টে দুর্নীতি রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেয় রাজ্যকে। আগামী জানুয়ারির চার তারিখ থেকে জুলাই মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেয় আদালত। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ করেছেন যে আপারে অনেক ক্যান্ডিডেটকে মেরিট লিস্টের তালিকায় স্থান পেয়েছে। এদিনের আদালতের রায়ে খুশি পরীক্ষার্থীরা। তবে নিয়োগ ঘিরে সংশয়ও রয়ে গেল বলে মনে করছেন অনেকে।কারণ আগামী কয়েকমাসের পর ভোটের নির্ঘন্ট প্রকাশিত হলে আরো বিলম্ব হতে পারে নিয়োগ প্রক্রিয়ায়।