আপগ্রেড ওয়েবিনারে ক্রিস্টিনা রুজেরো

আপগ্রেড এক খোলামেলা ওয়েবিনারের আয়োজন করেছিল। বিষয় ছিল – জীবনভর শিক্ষার গুরুত্ব। এতে অংশ নিয়ে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজের (এইচসিসিবি) সিইও ক্রিস্টিনা রুজেরো পারস্পরিক যোগাযোগ বা আদান-প্রদানকে কোভিড-পরবর্তী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষতা রূপে চিহ্নিত করেছেন। এই দক্ষতা মানুষের জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে বলে তিনি মতপ্রকাশ করেন। ওয়েবিনারে বক্তব্য রাখেন সিরিয়াল আঁত্রেপ্রিনার রোনি স্ক্রুওয়ালা ও আপগ্রেডের সিইও অর্জুন মোহন। 

ক্রিস্টিনা তাঁর বক্তব্যে তুলে ধরেন এইচসিসিবি কিভাবে তার পুরনো মূল্যবোধ ধরে রেখেছে, কিভাবে তার প্রোডাক্টগুলির গুণগত মান বজায় রাখা হয়েছে ও সকল কর্মীর সমান সুযোগের প্রতি দৃষ্টি রাখা হচ্ছে। কার্যকর যোগাযোগের ক্ষেত্রে কি করা উচিত ও কি করা উচিত নয় সেবিষয়ে ক্রিস্টিনা ও রোনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ৬০ মিনিটের এই ওয়েবিনারে ১,০০০ জনেরও বেশি মানুষ অংশ নেন ও কয়েক হাজার মানুষ অনুষ্ঠানটি দেখেন বিভিন্ন ডিজিটাল চ্যানেলে।