আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন

প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে এবার নয় কৌশল নিল বিহার সরকার। এবার  বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন। এবার প্রতিবাদ মিছিল, ধর্না, আন্দোলন বিক্ষোভে সামিল হলেই মিলবে না পাসপোর্ট আর্থিক অনুদান কিংবা সরকারি চাকরি সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। সম্প্রতি বিহার পুলিশের এমনই নোটিশ জারি হয়েছে।

সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যাংক ঋণের আবেদনও নাকচ হতে পারে। পুলিশের খাতায় নাম উঠলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তির কার্যকলাপের উপর নজর রাখা হবে। অসামাজিক কোনও মন্তব্য পোস্ট করা হচ্ছে কিনা।