আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে ভাড়ার সীমা বেঁধে দিল

টানা দু’মাস বন্ধ থাকার পর গত ২৫ মে থেকে চালু হয়েছিল আন্তঃরাজ্য বিমান পরিষেবা। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে আন্তঃরাজ্য বিমান পরিষেবার ক্ষেত্রে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মেনে চলা হবে ভাড়ার ঊর্ধ্ব ও নিম্ন সীমা। ২১ মে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সরকার নির্ধারিত ভাড়ার সীমা ধার্য করে।

শুক্রবার কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতির যা অবস্থা, তাতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই নিয়মই কার্জকর থাকবে।’