উত্তর আধুনিকতার যুগে যেখানে হারিয়ে যাচ্ছে খেলার দিনগুলি। বর্তমানে ছেলেমেয়েরা যেখানে বাড়ির বাইরেই দেখা যায়না কালীপূজায় এই কয়েকটা দিন দেখা যায় ভিন্ন ছবি। বাড়ির ফাঁকা জায়গায় বা রাস্তার পাশে জায়গায় বালি,মাটি, পুরোনো কাপড়, জল ইত্যাদি খেলনা জিনিস নিয়ে পাহাড় বানানোর রীতি রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার গ্রামাঞ্চলে ।
কালী পুজো উপলক্ষে জলপাইগুড়িতে পাহাড় তৈরি করার রীতি রয়েছে।তবুও শুক্রবার দেখা গেলো শহরের বিভিন্ন এলাকায় কয়েক জন শিশু ও কিশোর কিশোরীদের উদ্যোগে পাহাড় তৈরি করা হয়েছে।তবুও জলপাইগুড়ি শহরের কিছু কম বয়সের কিশোর থেকে কিশোরীরা এখন ও তৈরি করছে মাটি কিংবা কাপড় দিয়ে কৃত্রিম পাহাড় ।অন্য দিকে বাজারেও চলে এসেছে পাহারের রকমারি খেলনা ।যদিও এই বার তেমনভাবে বিক্রি হচ্ছে না এই ধরনের খেলনা গুলো ।তবুও কিছু কিছু কিশোর এখন এই এই রকমারি পাহাড়ি খেলনা কিনতে দিনবাজারের খেলনার দোকান গুলোতে ভিড় করছে ।আগের মতন ই বন মানুষ,হাতি,বাঘ সব সব টাই এখন পাওয়া গেলেও বিক্রি র অভাব দেখা যায় ।দামের বিষয়েও কিছুটা পরিবর্তন হয়েছে এইবার ।কিন্তু আগের মতন ই খেলনা পাওয়া যাচ্ছে।তাই এখন ও উৎসাহী ছেলেরা কিনছে তাদের পছন্দের খেলনা ।