আধার কার্ড এখন ডেবিট কার্ড এবং প্যান কার্ডের মতো

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে PVC বা পলিভিনাইল ক্লোরাইড কার্ডে ছাপানো আধার কার্ডের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এখন PVC আধার কার্ডকে বৈধতা দিয়েছে সরকার। কোনও ব্যক্তি চাইলে তাঁর মোবাইল থেকে নিজের এবং পুরো পরিবারের জন্য PVC আধার কার্ড অর্ডার দিতে পারবেন। আধার PVC কার্ডের জন্য একজন ব্যক্তিকে ৫০ টাকা খরচ করতে হবে। কার্ড স্পিড পোস্টের মাধ্যমে আবেদনকারীর কাছে পৌঁছে যাবে নতুন আধার কার্ড। এতদিন কাগজে ছাপা হত আধার কার্ডগুলি।