আজ ১০ সেপ্টেম্বর, বিশ্বব্যাপী আজকের দিনটি পালিত হয় ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ বিশেষত ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন’ নামক সংস্থাটি প্রতি বছর এই দিনটি পালন করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর বিশ্বে আট লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। সংস্থাটির মতে, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। এবং আত্মহত্যার চেষ্টা করেও ব্যার্থ হয় ১৫ থেকে ২০ সাংসদ মানুষ। ভারতে প্রতিদিন গড়ে ৩০ জন মানুষ আত্মহননের পথ বেছে নেয়।
এর মধ্যে রয়েছে সকল বয়সের মানুষ। তবে হিসেব এবং গননার মাধ্যমে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে আত্মহত্যা করে ২১ বছর থেকে ৩০ বছরের নারীরা। তবে আত্মহত্যার ক্ষেত্রে পিছিয়ে নেই পুরুষেরাও।আত্মহত্যার কারণ হিসেবে বিশেষজ্ঞদের অভিমত- বৈষম্য, বঞ্চনা, বিভ্রান্তি, হতাশা এবং না পাওয়ার যন্ত্রণার কারণে মানুষ জীবনের প্রতি বিতৃষ্ণা থেকেই আত্মহত্যা করে। দেশে যেখানে অগ্ৰগতীর সুফল সকলে পায়না সেখানে আত্মহত্যার প্রবনতা লক্ষ্য করা যায়। দেশের যুব সমাজ দিন দিন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে যা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আত্মহত্যা ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জাগ্রত করতে হবে সুস্থ মানবিক মূল্যবোধ। হতাশাগ্রস্ত মানুষকে তাদের জীবনের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হবে।
আত্মহত্যা প্রতিরোধে সবার আগে আত্মহত্যাপ্রবণ লোকদের শনাক্ত করতে হবে। তারপর তাদের আত্মহত্যা থেকে দূরে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলেই কেবল মাত্র আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব