আজই সিবিআই এর টিম যাবে সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে

অবশেষে সত্যের জয়। আজ থেকেই শুরু সিবিআই এর কাজ। জোর কদমেই এগোচ্ছে সিবিআই এর কাজ। আজই মুম্বাইয়ে পৌঁছে গেছে সিবিআই এর টিম। প্রথমেই যাবেন মুম্বাইয়ের সিবিআই অফিসে। সেখান থেকে সোজা মুম্বাই পুলিশের অফিস। সুশান্তের মৃত্যুর তদন্তের যাবতীয় তথ্য সংগ্রহ করবে। তারপর আজকেই যাবে সুশান্তের ব্রান্দার ফ্ল্যাটে যেখানে সুশান্তের দেহ পাওয়া গেছিলো। এবার আশা সঠিক বিচারের। সিবিআই তদন্তের দিকে চেয়ে গোটাদেশ।