আচমকাই অসুস্থ অভিনেতা

রাজ্যে সামলে উঠেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি একটু শিথিল হতেই শুরু হয়েছে শ্যুটিং। দীর্ঘ সময় পরে শুরু হয়েছে বিনোদন জগতের শ্যুটিং। আর এরকম মুহূর্তে শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। অসুস্থ ‘ওগো নিরুপমা’ খ্যাত গৌরব রায়চৌধুরী। অভিনেতার অসুস্থতা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মুখের অসহ্য যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। গতকাল শ্যুটিং চলাকালীন ফোঁড়ার তীব্র যন্ত্রণা শুরু হয় গৌরবের, তাই মাঝপথে শ্যুটিং ফেলে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু সেই ফোঁড়ার জেরেই আজ গৌরবের শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে যায়। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

এটাই প্রথমবার নয় এর আগেও অভিনেতা অসুস্থতার কবলে পড়েছিলেন। তার কনুইয়ে বোন টিউমার ধরা পড়েছিল। অনেকদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন গৌরব। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন, জিম করতে গিয়ে চোট লেগেছে। তারপর জানা গেছে যে এটা একটি টিউমার। নেটিজেনরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। অভিনেতার অসুস্থতার খবরে স্বভাবতই দুশ্চিন্তায় অনুরাগীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন ফ্যানেরা। এর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গৌরব। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ টেলি পর্দার এই নায়ক।