আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী গ্রেপ্তার মালদায়

গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে সোমবার গভীর রাতে কালিয়াচক থানার ঘরিয়ালচক এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত যুবকের নাম আজিদ আলি । তার বাড়ি ঘরিয়ালচক এলাকায়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ঘরিয়ালচক স্ট্যান্ডের কাছে অভিযান চালায় পুলিশ । সেখান থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । পুলিশের প্রাথমিক অনুমান , ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল ওই দুষ্কৃতী। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করছে কালিয়াচক থানার পুলিশ ।