আগের অনেকটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণ ৩১ হাজারে নেমে এল। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একধাক্কায় অনেকটা কমল চিকিৎসাধীন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন। ফলে মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসার ইঙ্গিত মিলল।