ষষ্ঠীর গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটেছে ইসলামুর থানার গচীগছ গ্রামে।বুধবার গভীর রাতে ইসলামপুর থানার খুন্তি অঞ্চলের গোচিগছ গ্রামে পাঁচটা পরিবারের পাঁচটি ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আহত হয়েছেন পরিবারের বেশ কয়েকজন ।পাশাপাশি বেশ কয়েকটি গবাদি পশু সোনাদানা খাদ্য শস্য এবং নগদ টাকা ও পুড়ে ছারখার হয়ে যায়।
বৃহস্পতিবার এই আগুনের ভয়াবহতার খবর পাওয়া মাত্র রিলিফ দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন , অঞ্চল প্রধান নার্গিস বেগম এবং পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুস সোবহান।এদিন তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে চাল-ডাল বাসনপত্র লুঙ্গি ধুতি শাড়ি এবং একজন ছাত্রীর জন্য বই তুলে দেন ।প্রধান এর পক্ষ থেকে পাঁচটি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। পরিবারগুলিকে ত্রাণ তুলে দেন তারা এবং পাশাপাশি ভবিষ্যতেও সমস্ত সহযোগিতার আশ্বাস দেন।পঞ্চায়েত সমিতি এবং ব্ল ক থেকে তাদের পাকা বাড়ি করে দেওয়া যায় কিনা সে বিষয়টিও আশ্বাস দিয়েছেন তারা।