২ জন করোনা পজিটিভের খবর আসতেই ফের ৭ দিনের জন্য মাথাভাঙা শহর লক ডাউন ঘোষণা করলো প্রশাসন করোনা সংক্রমন রুখতে আগামী সাতদিন মাথাভাঙা শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা সিদ্ধান্ত নিলেন মাথাভাঙ্গা মহকুমা প্রশাসন।
শনিবার মাথাভাঙ্গায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন মাথাভাঙা মহাকুমার শাসক। এদিন ওই বৈঠকে ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পৌরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন কর্তারা।