আক্রান্ত আরও এক

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। এবার করোনায় আক্রান্ত অভিনেতা অনিরুদ্ধ দাভে। অতি সংকটজনক পরিস্থিতি দাভে-র। আইসিইউ-তে রয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেতা। অনিরুদ্ধ হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অনিরুদ্ধ, কাজ করেছেন পাটিয়ালা বেবস, লকডাউন কি লাভ স্টোরি-র মতো সিরিয়ালে। টেলিভিশনের পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন অনিরুদ্ধ দাভে। অক্ষয় কুমারের আসন্ন ছবি বেল বেটম-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিরুদ্ধকে।