আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এক অভিনব ইনস্ট্যান্ট স্কলারশিপ চালু করেছে – ইনস্ট্যান্ট অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট এগ্জাম (আইএসিএসটি)। এই বিশেষ টেস্টের মাধ্যমে ক্লাস ৭ থেকে ক্লাস ১১-এর মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীরা ৯০% অবধি স্কলারশিপ অর্জন করতে পারবে।
৬০ মিনিটের টেস্টের মধ্য দিয়ে আইএসিএসটি ছাত্রছাত্রীদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। বিভিন্ন সামাজিক ও আর্থিক স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের দ্বারা আকাশের উন্নতমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা সঙ্গেসঙ্গেই জেনে যাবে তাদের অর্জিত স্কলারশিপের বিশদ তথ্য। আইএসিএসটি দ্বারা পড়ুয়ারা ইনস্ট্যান্ট অ্যাডমিশন নিয়ে আকাশ ফ্যাকাল্টির এক্সপার্ট গাইডেন্স পেতে সক্ষম হবে। এই স্কলারশিপটি হল মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং উভয়ের ফাউন্ডেশন কোর্সের ক্লাসরুম ও হাইব্রিড লার্নিং প্রোগ্রামের জন্য।
২০২০ সালে আকাশ ইনস্টিটিউট আগের মতোই ‘জেইই’ ও ‘এনইইটি’ উভয় পরীক্ষাতেই খুব ভাল ফলাফল আনতে পেরেছে। বিগত বছরগুলিতে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড বিভিন্ন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তম ফলাফলের ট্র্যাক রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছে।