আই লিগের বাকি ম্যাচ বাতিলের পথে, সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার

আই লিগের এখনও বাকি ২৮টি ম্যাচ। কিন্তু সেই ম্যাচ আর করা হয়তো সম্ভব হবে না সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)পক্ষে। দেশে লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিলের বদলে বাড়িয়ে করা হয়েছে ৩ মে পর্যন্ত। যে কারণে এখনই লিগের বাকি অংশ শুরু করা যাবে না। যে কারণে হয়তো লিগের বাকি ম্যাচ বাতিল করেই দেওয়া হবে। যদিও ২৮ ম্যাচ বাকি থাকতেই আই লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গিয়েছে। মোহনবাগান পয়েন্টের নিরিখে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিযোগিতার শেষ চারটি রাউন্ড বাকি রয়েছে। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের পরই সরকারিভাবে আই লিগের বাকি অংশ বাতিল করার কথা ঘোষণা করা হবে। এআইএফএফ কর্তা বলেন, ‘‘হয়তো আই লিগের বাকি ম্যাচ বাতিল করা হবে। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বৃহস্পতিবার মিটিংয়ের পরই হয়তো ঘোষণা করা হবে।”