আইসিসের জঙ্গি গ্রেফতার দিল্লিতে

রাজধানীতে বড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। শুক্রবার গভীর রাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইসিসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের না, আবু ইউসুফ খান উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, দিল্লির ধৌলা কুয়া এলাকায় পুলিশের স্পেশ্যাল সেলের সঙ্গে এনকাউন্টার হয় ওই যুবকের। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর। তার কাছ থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহ বলেন, “কিছুক্ষণ গুলি বিনিময়ের পরে ওকে গ্রেফতার করা হয়। আবু একাই ছিল। লোন উল্ফ কায়দায় দিল্লিতে নাশকতার উদ্দেশ্য ছিল তার। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি আইইডি উদ্ধার হয়েছে। এখনও আবুকে জেরা করাব হচ্ছে। দিল্লিতে এই কাজে তাকে কে সাহায্য করছিল, সেই খোঁজ করা হচ্ছে।”