আইসিইউতে পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ফের খারাপ খবর বিনোদন জগতে। করোনা আক্রান্ত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি আমরি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন পরিচালক। জটিল হচ্ছে শারীরিক পরিস্থিতি। ইতিমধ্যেই পরিচালক অ্যান্টিবডি টেস্ট করতে পাঠানো হয়েছে। ভেন্টিলেশন রাখা হবে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত এই পরিচালককে। আপতত আকাশ-৮ এ বৃদ্ধাশ্রম-২ এর শ্যুটিং সারছিলেন তিনি।