আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক কর্পোরেট এজেন্সি চুক্তিতে আবদ্ধ হল এনএসডিএল পেমেন্টস ব্যাংকের সঙ্গে। এই চুক্তি অনুসারে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ তার প্রোটেকশন ও সেভিংস প্রোডাক্টগুলি দেবে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের। বীমার আওতার বাইরে থাকা মানুষজনের সুবিধার জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এই উদ্যোগ নিয়েছে, যাতে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা সহজেই বীমার সুবিধা গ্রহণ করতে পারেন। প্রথম পর্যায়ে ‘আইপ্রোটেক্ট স্মার্ট’ (একটি প্রোটেকশন-যুক্ত টার্ম প্ল্যান) ও ‘আইসিআইসিআই প্রু এএসআইপি’ সেভিংস প্রোডাক্ট চালু করা হবে, যা ম্যাচিউরিটির সুবিধার গ্যারান্টি দেবে।