অ্যামাজন নয়া ফ্লিপকার্টের পরিকল্পনা

দেশের অনলাইন খুচরো পণ্যের বাজারে প্রতিযোগিতা দিন দিন যত বাড়ছে, ই-কমার্স সংস্থাগুলি ততই নতুন নতুন ব্যবসায় প্রবেশ করছে। বিশেষ করে, রিলায়েন্স গোষ্ঠীর জিওমার্ট বাজারে আসার পর প্রতিযোগিতা আরও বেড়েছে।

সেই প্রতিযোগিতার মুখে মার্কিন সংস্থা ওয়ালমার্টের ফ্লিপকার্ট তাদের ব্যবসায় বৈচিত্র আনতে সম্প্রতি মদ তৈরির সংস্থা ডিয়াজিওর সঙ্গে হাত মিলিয়েছে অনলাইনে মদ বিক্রি করার জন্য। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় অনলাইনে মদ ডেলিভারি করার জন্য ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে ফ্লিপকার্ট।

আর এক ই-কমার্স সংস্থা অ্যামাজন ভারতে অনলাইন ওষুধের দোকান খুলবে। শুক্রবার মার্কিন বহুজাতিক সংস্থাটি জানিয়েছে, ‘অ্যামাজন ফার্মাসি’র হোম ডেলিভারি পরিষেবা আপাতত শুধু বেঙ্গালুরুতে মিলবে। কিন্তু কবে অ্যামাজন ফার্মাসি উন্মোচিত হবে সংস্থাটি তা স্পষ্ট জানায়নি।