অ্যান্টিবডি ইগজি (IgG) নির্ণয়ের লক্ষ্যে ল্যাবরেটরি-বেসড সেরোলজি ব্লাড টেস্টের জন্য সিই মার্ক পেলো অ্যাবট। কোনও ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি চিহ্নিত করে ইগজি। কেউ আগে কখনও সংক্রমিত হয়েছিলেন কীনা তা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট জরুরি। এর দ্বারা ভাইরাসের চরিত্র যেমন জানা যায়, তেমনই জানা যায় শরীরে অ্যান্টিবডির স্থায়ীত্ব কতদিন এবং তা রোগপ্রতিরোধ ক্ষমতা জোগায় কীনা। এধরণের তথ্য জানা থাকলে তা চিকিৎসার ও ভ্যাকসিন তৈরির কাজে সাহায্য করতে পারবে। অ্যাবটের সার্স-কোভ-২ ইগজি (SARS-CoV-2 IgG) টেস্ট ইগজি অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করে, যেটি হল এমন এক প্রোটিন যা সংক্রমণের শেষ ধাপে শরীরে তৈরি হয় এবং তা সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরে কয়েকমাস এমনকী কয়েকবছরও থাকতে পারে। অ্যাবটের ইগজি অ্যান্টিবডি টেস্ট প্রথম পর্যায়ে পাওয়া যাবে তাদের আর্কিটেক্টআই১০০০এসআর (ARCHITECTi1000SR) ও আই২০০০এসআর (i2000SR) ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ব্যবহারের দ্বারা। ভারতে অ্যাবট-এর ডায়াগনোস্টিকস বিজনেস-এর জেনারেল ম্যানেজার ও কান্ট্রি হেড নরেন্দ্র বর্দে জানান, কোভিড-১৯ প্যান্ডেমিকের মোকাবিলায় তার টেস্ট খুব দ্রুত বাজারে নিয়ে আসার জন্য অ্যাবট চেষ্টা চালাচ্ছিল। এটা অতীব গর্বের বিষয় যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাবটের অ্যান্টিবডি টেস্ট আসতে চলেছে, যা জানাতে সাহায্য করবে কারও শরীরে ভাইরাস রয়েছে কীনা।