অ্যাওয়ার্ড পেলেন দুই ভারতীয়

এবছর ৯৩তম বাফটার অস্কারের মঞ্চেও শ্রদ্ধার্ঘ জানানো হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয়। চলচিত্র জগতকে শোকস্তব্ধ করে গত বছর এপ্রিলে না ফেরার দেশে চলে যান ইরফান খান। যিনি নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন হলিউডকেও। সাথে ছিল আরও এক ভারতীয়ের নাম। ফ্যাশন ডিজাইনার শৌখিনী ভানু আথাইয়া। গত বছর অক্টোবর মাসে প্রয়াত হন ভানু। ভানু ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র পোশাক পরিকল্পনার জন্য।