অসুস্থ প্রবীণ নেতা শরদ যাদব

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ তথা লোকতান্ত্রিক জনতা দলের প্রধান, ৭৫ বছর বয়সী দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব গুরুতর অসুস্থ। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ এই প্রবীণ নেতা।

দিল্লির রাজেন্দ্র নগরের মাল্টি স্পেশ্যালিটি বেসরকারি, স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। রবিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।