রোজকার সবজি ফেরি করতে করতে বুধবার সবজির ভ্যানে উড়ে বসল অসুস্থ পাখি। সবজির দিকে লক্ষ্য করতেই নজরে পড়ে যায় অসুস্থ পাখিটি। এরপর সেই অসুস্থ পাখিটিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে ছেড়ে দেন জলপাইগুড়ির সবজি বিক্রেতা মন্টু। তার এই কাজে খুশি স্থানীয় এবং পরিবেশ কর্মীরা। জানা গেছে বুধবার সকালে অসুস্থ পাখিটিকে উদ্ধার করে নিজের সবজির ভ্যানেই বসিয়ে রেখেছেন তিনি। জল ও খাবার খেতে দিয়েছেন।
মন্টু মহম্মদ জানান, জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় সবজি বিক্রি করতে এলে ছোট আকৃতির এই পাখিটি হঠাৎ করে অসুস্থ অবস্থায় পড়ে যায় তাঁর সামনে। সঙ্গে সঙ্গে তিনি সেটিকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। পাখিটিকে জল ও কিছু দানা খাইয়ে দেন তিনি। বলেন, সুস্থ হলে পাখিটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে।