অসমে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ হ্রাস

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কোভিড -১৯
আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা কমিয়ে সাত দিন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকার।
পূর্বে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ছিল চৌদ্দ দিন।
এছাড়াও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুধুমাত্র দারিদ্র্যসীমার (বিপিএল) নীচে বসবাসকারী পরিবার, প্রবীণ ব্যক্তি, অসুস্থ এবং দিব্যাংগজনকে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। প্রথমে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সকল সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের প্রত্যেককে ২০০০ টাকা মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হতো । সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতিজনিত কারণে অসম সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে টুইট বার্তায় উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শর্মা ।