অসমে করোনার দোসর বন্যা! মৃত ৪০,ক্ষতিগ্রস্ত দুই লক্ষাধিক

একে করোনায় রক্ষা নেই তার উপর খাঁড়ার ঘা বন্যা।দেশে ক্রমেই বেড়ে চলছে করোনা সংক্রমণ৷ এরই মাঝে বন্যার জেরে অসমে বাড়ছে মৃতের সংখ্যা৷ গত মাসের শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩০-এর মধ্যে৷ অসমের বরপেতায় বন্যায় আরও একজনের মৃত্যু হল৷ এর জেরে ক্রমেই অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে।আসামের প্রায় ৩০ এর অধিক জেলা বন্যায় ডুবে। আসাম সরকার উদ্ধার কাজ শুরু করেছে। বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজ করছে রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর