অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যগুলিকে ১২,০০০ কোটি টাকা ঋণ দিতে চলেছে কেন্দ্র। সেজন্য রাজ্যগুলিকে কোনও সুদ গুনতে হবে না। এই খাতে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে।

রাজ্যগুলিতে দেওয়া হবে ১,৬০০ কোটি টাকা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে দেওয়া হবে ৯০০ কোটি ও ৭,৫০০ কোটি পাবে অন্যান্য রাজ্যগুলি। পাশাপাশি বাজারে চাহিদা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থের সংস্থান করেছে কেন্দ্র। তার জেরে বাজার কিছুটা চাঙ্গা হবে বলে আশাবাদী কেন্দ্র।