অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝে ফের একবার শিরোনামে উঠে এল এই হাসপাতাল। অভিযোগ, চিকিৎসা না পেয়ে প্রায় ৩ ঘণ্টা হাসপাতালে পড়ে রইল রোগী।

অভিযোগ উঠেছে আরজি কর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দিকে। রোগীর পরিবারের অভিযোগ, জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা জোর করে সাদা কাগজে মুচলেকা লিখিয়েছে। জানা যাচ্ছে, বাড়িতে অশান্তির কারণে বিষ খেয়েছিলেন বছর চল্লিশের সুজিত ঘোষ।

সুজিতকে হাড়োয়া থানা থেকে আরজি করে নিয়ে আসেন তাঁর দিদি গীতা ঘোষ। তড়িঘড়ি চিকিৎসা শুরু করতে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে আসা হয়। কার্ডও তৈরি করে নেওয়া হয়েছিল। তবে অভিযোগ, তা সত্ত্বেও প্রায় ৩ ঘণ্টা বিনা চিকিৎসায় পড়েছিলেন সুজিত।