অভিনয় জগতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণা

সিরিয়াল জগতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বহুদিন ধরেই চলছিল প্রতারণার কাজ, প্রশিক্ষণ নিলেই মিলবে বাংলা ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। ‘খড়কুটো’ বা ‘মোহর’ ধারাবাহিকের নির্মাতা ম্যাজিক মোমেন্ট সংস্থার নাম ভাঙিয়ে চলছিল ব্যবসা। অভিযোগের ভিত্তিতে পাকড়াও মূল অভিযুক্ত শশীকান্ত ভৌমিক নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে বহু অভিযোগ জমা পড়েছিল শশীকান্তের বিরুদ্ধে। খতিয়ে দেখছে পুলিশ।