অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। উদ্যোগপতি ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল।

তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপানাদের আশীর্বাদ প্রয়োজন।” পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে।

আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের আসর বসবে। শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-গৌতমের। ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি। জানা গিয়েছে, বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।