অভিনেত্রীর রহস্যমৃত্যু

জনপ্রিয় বলি অভিনেত্রীর রহস্যমৃত্যু ৷ ‘লাভ সেক্স অর ধোকা’, ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ৷ অভিনেত্রীর কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার নিথর দেহ ৷যোধপুর পার্কের বাড়ি থেকে মডেল অভিনেত্রী আরিয়ার মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার ৷ পুলিশ সূত্রে খবর, তিনতলার ঘরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন আরিয়া ৷ এসে বার বার ডেকেও সাড়া না পেয়ে লেকথানায় খবর দেন পরিচারিকা ৷পুলিশ এসে আরিয়ার নিথর দেহ উদ্ধার করে ৷ জানা গিয়েছে, অভিনেত্রীর নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল ৷ মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে