বিভীষিকাময় এই ঘটনা ঘটার পর কেটে গেছে প্রায় চোদ্দ বছর। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। তাকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাশাপাশি করা হয়েছে জরিমানা।
জানা গিয়েছে, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের সাজা শুনিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানা করেছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। এছাড়াও তার তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নিতে নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রশাসনকে। আসলে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ। কিন্তু এর আগেও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েও সে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল। পাকিস্তান প্রশাসন সেই ব্যাপারে কিছুই করেনি বলে অভিযোগ উঠেছিল বিশ্ব মঞ্চে। কিন্তু এবার এই সাজা শোনানোয় কী প্রভাব পড়বে আন্তর্জাতিক মঞ্চে সেটাই দেখার বিষয়। তবে এই সাজা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে যা থাকা স্বাভাবিক। কারণ এর আগে ২০১৯ সালে একবার তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে দেখা গিয়েছিল যে সে অবাধ বিচরণ করছে সব জায়গায়।
তবে এখন পাক সরকার দাবি করেছে যে, আইএসআইয়ের আস্থাভাজন, রাষ্ট্রসংঘের ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদ পাকিস্তানের কোট লখপত জেলে রয়েছে। হাফিজ সইদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে আমেরিকা। বহুবার ভারতের বিরুদ্ধে তাকে মুখ খুলতে দেখা গিয়েছে। আর মুম্বই হামলার ক্ষত তো এখনও ভারতবাসীর মনে তাজা। তবে সইদের এই সাজা কতটা কার্যকরী হবে তা সময়ই বলবে।