লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে এপর্যন্ত ৮ দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে দু’দেশের মধ্যে। এবার সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন। ধাপে ধাপে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক এবং সাজোঁয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিদিনই সেনা সরানোর এই গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখবে দু’পক্ষ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ।