অবশেষে শুরু স্কুল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অবশেষে পঠন পাঠন চালু হল পুনরায়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন প্রক্রিয়া চালু হল। জারি করা হয়েছে একগুচ্ছ নিয়মাবলি। বিদ্যালয়ে রাখতে হবে আইশোলেশন বিভাগ। সমস্ত স্কুল পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন করন করতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে খেলা বন্ধ। করোনা কারণে গত ২০২০ সালের ২১শে মার্চ থেকে বন্ধ ছিল স্কুল।