অবশেষে মিটতে চলেছে ভারত-চিন বিবাদ। প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বিবাদ নিয়ে যত দ্রুত সম্ভব সেনা সরাতে সহমত হয়েছে দু’দেশই। চিনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে ক্রমাগত আলোচনার ফলে প্যাংগং হ্রদের দক্ষিণ উপকূলে ডিসএনগেজমেন্টে রাজি হয়েছে চিন৷
লাদাখে বিতর্কিত ফিঙ্গার ৮ থেকে সেনা সরাতে রাজি হয়েছে চিন৷ প্রক্রিয়া শেষ করতে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার টেবিলে বসবে দু’দেশের সেনা কমান্ডাররা৷ সব ধরনের সমঝোতায় সহ মত হতে হবে দু’পক্ষকে’।