দীর্ঘ সময় বাদে মিলল স্বস্তি। অবশেষে জামিন পেল অভিযুক্ত। মুক্তি পেল বড় অভিযোগ থেকে। রাজ্যের অন্যতম বড় চিটফান্ড সারদা কেলেঙ্কারি কান্ড। এই সারদা কেলেঙ্কারি মামলার অন্যতম উল্লেখ যোগ্য নাম দেবযানী মুখোপাধ্যায়। এবার সারদা মামলায় অব্যহতি পেলেন দেবযানী। সারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন দেবযানী। মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। কলকাতার সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে জামিন হলেও জেল মুক্তি নাও হতে পারে তাঁর। এখনও তাঁর বিরুদ্ধে অসম ও ভুবনেশ্বরে মামলা রয়েছে।
এই মামলায় তিনজন অভিযুক্ত ছিলেন- কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কুণাল ঘোষ ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসতেই কলকাতা ছেড়ে পালিয়ে যান সারদা কর্তা সুদীপ্ত সেন ও সারদার এগজিকিউটিভ ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়। প্রায় সাত বছর আগে সারদা মামলায় গ্রেফতার হন চিটফাণ্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়।২০১৩ সালে ২২শে এপ্রিলের গ্রেফতার করা হয় তাঁকে। কাশ্মীর থেকে দু’জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেল মামলায় জেল হেফাজত হয় দেবযানীর। ওদিকে এখনও সারদা মামলায় জেলেই থাকতে হবে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে।