অবশেষে তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র

অবশেষে ঘরে ফিরলেন বিপ্লব মিত্র। অর্পিতা ঘোষের সঙ্গে বিপ্লব মিত্রের রাজনৈতিক মনোমালিন্যে কারো অজানা নয় বালুরঘাটবাসীর।এরপর লোকসভা ভোটে অভিমানে দল ছেড়ে যোগ দেয় বিজেপিতে।এই সময়ের মাঝখানে আত্রেয়ী দিয়ে গড়িয়েছে অনেকজল।শুক্রবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও।

২০২১-এর কঠিন লড়াইয়ে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই তড়িঘড়ি বিপ্লববাবুর প্রবল বিরোধী অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে, রাজনৈতিক অনুগামী বলে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করে কার্যত বিপ্লবকেই ফেরানোর রাস্তায় প্রশস্ত করতে চেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অর্পিতা জামানা অবসানে তৃণমূল রাজ্য নেতৃত্ব রাজি হতেই বিপ্লব মিত্রের দলে ফেরা। এদিন ফের একবার পতাকা তুলে নিলেন একদা তৃণমূলের রাজ্য সহ সভাপতি বিপ্লব মিত্র।