অবশেষে মিলল স্বস্তি। চিন্তা মিটলো পড়ুয়াদের। করোনা অতিমারীর জেরে দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যালয় ও বারংবার পিছিয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিলের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মূল্যায়ন কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আগামিকাল (শুক্রবার) চূড়ান্ত ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর। স্পষ্ট হবে গোটা বিষয়। সেইসঙ্গে তিনি জানান, জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, এবছর বাতিল হয়ে যায়, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। সিবিএসই বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছিল পরীক্ষার্থীরা। সংশয় তৈরি হয়েছিল, তবে কিসের ভিত্তিতে তাদের মূল্যায়ণ করা হবে। অবশেষে বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হয়, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে আগের তিনটি শ্রেণীর পরীক্ষার ফলাফল দেখে।