অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ নিজের কাঁধে করে রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা

অন্ধ্রপ্রদেশে মহিলা পুলিশ কর্মী যা করলেন তা নিজের মেয়ে হলেও করতেন না। শ্রীকাকুলামে নিজের কাঁধে করে বৃদ্ধকে এক কিলোমিটার রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা, তার প্রশংসায় মেতেছেন সকলে। এই প্রবল ঠান্ডায় রাস্তার ধারে নগ্ন অবস্থায় মৃত পড়েছিলেন এক বৃদ্ধ, যাঁকে দেখার কেউ নেই তাঁর সঠিক সৎকার হয় তাই এত বড় পদক্ষেপ নিলেন শীর্ষা।
শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুজ্ঞা পুলিশ স্টেশনে কাজ করেন,সেখানে তিনি খবর পান এক অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ রাস্তার ধারে পরে আছে। সেখানে পৌঁছে শীর্ষা এলাকাবাসীদের অনুরোধ করেন যাতে মৃত দেহটি সরিয়ে নিয়ে যাওয়া যায়,কিন্তু কেউ এগিয়ে না আসায় তখন মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধার মৃতদেহ তুলে নেওয়ার ব্যাবস্থা করেন। নিজের মেয়ে হলেও হয়তো আজ করতেন না। তাঁর এই কাজের প্রশংসা অনেকে করেছে এবং তেলেঙ্গানা রাজ্য পুলিশ তাঁকে ধন্যবাদ দিয়ে ট্যুইট করেছে, ‘ স্যালুট ম্যাডাম, আপনি যে পেশায়, যে ইউনিফর্ম পরেন তাঁর জন্য গর্ব অনুভব করি।আপনার সার্ভিসের জন্য কৃতজ্ঞ।’